মেহেরপুরের মুজিবনগরে আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন।
উপজেলার মাঝপাড়া গ্রামে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
৪০ বছর বয়সী উকিল শেখ উপজেলার বাগোয়ান ইউনিয়নের পুরুন্দরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব উদ্দিন নিউজবাংলাকে জানান, নিহত উকিল শেখ পাশের মাঝপাড়া গ্রামে একটি আম বাগান থেকে আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে ছিলেন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।